’Floating

Saturday, June 15, 2013

বাবা দিবস

বাবা তোমাকে ভালবাসি এই কথাটি হয়তো কখনও বলা হয়নি। কিন্তু যেদিন বুঝতাম ও না সেদিন থেকেই তোমাকে ভালবাসি, আজও সবসময়। অনেকদিন তোমাকে দেখি না বাবা। শেষ যেদিন তোমায় দেখেছিলাম তুমি ছিলে নিরব নিথর। কোন অভিমান ছিলনা আমার সাথে তোমার। তবু কেন তুমি দূরে সরে গেলে, অনন্ত নক্ষত্র মাঝে।

আজ বাবা  দিবস। পৃথিবীর সকল বাবাকে আমার শ্রদ্ধা। মা দিবসের হাত ধরে বাবা দিবসের আগমন। ধীরে ধীরে আধুনিক তরুন তরুনিরা এই দিবস গুলো পালনে অনেক আগ্রহী হয়েছে। অনেকে একে সাধুবাদ জানায় আবার অনেকে বিশেষ কিছুকে একটি মাত্র দিনে সীমাবদ্ধ করতে আগ্রহী নন।

আমাদের দেশে বাবা দিবস উদযাপিত হয় জুন এর তৃতীয় রবিবার। Spokane নামক একজন বিধবা মহিলা তার ছয় সন্তানকে নিয়ে বাবা দিবস পালনের জন্য সরকারি ভাবে আবেদন করেন পরে মার্কিন সরকার তা গ্রহণ করে ও তারা সফল হয়।

১৯১০ সালের ১৯ জুলাই তারা এটা শুরু করে । ধীরে ধীরে এটা চলমান থাকে। ১৯৭২ সালে এটা পালনের জন্য ও এটাকে স্থায়ী করার জন্য মার্কিন সরকার আইন পাস করে।
আমাদের দেশে বাবা দিবস তেমন একটা জনপ্রিয় না কিন্তু ইদানিং এটাকে জনপ্রিয় করার জন্য মিডিয়া, প্রচারমাধ্যম, বহুজাতিক প্রতিষ্ঠান গুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাবা দিবসে প্রধানত লিলি(লিলিয়াম) ফুল ব্যবহার হয়।উপ্নি চাইলে আপনার বাবাকে টাই, কার্ড দিতে পারেন।তাছাড়া আপানার বাবা খুশি হন এমন কিছু করুন। পৃথিবীর সব বাবাকে বলতে চাই ,ভাল থাকো বাবা ভাল থাকো।   

Thursday, May 30, 2013

Flower and it’s commersial uses


This is zahir uddin md babor .This is my first edited post  . It’s about Flower and it’s commersial uses

Carnation

It is an herbaceous perennial plant growing to 80 cm tall. The leaves are glaucous greyish green to blue-green, slender, up to 15 cm long. The flowers are produced singly or up to five together in a cyme; they are 3–5 cm diameter, and sweetly scented; the original natural flower colour is bright pinkish-purple, but cultivars of other colours, including red, white, yellow and green

Carnations are often worn on special occasions, especially Mother's Day and weddings. In 1907 Anna Jarvis chose a carnation as the emblem of Mother's Day because it was the favourite flower of her mother. This tradition is now observed in the United States and Canada on the second Sunday in May. Ann Jarvis chose the white carnation because she wanted to represent the purity of a mother's love. This meaning has evolved over time, and now a red carnation may be worn if one's mother is alive, and a white one if she has died.

Nowadays different colour of Carnation also express different language likes;



Red - Deep romantic love, passion
White - Sweet and lovely, innocence, pure love, faithfulness
Pink - A woman's love, a mother's love

In Bangladesh we don’t produce Carnation commercially .Here we have to depend on import based Carnations. But from some month we (nurakas flower valley a firm of nurakas agro industries bd ) try to produce in Bangladesh with help of a lead farmer named  Ismail from Godhkhali and the president of Bangladesh flower society.
So please connect with us and connection all of you help us to go ahead.

ফুল ও তার বাণিজ্যিক ব্যবহার

আমি জহির উদ্দিন মোঃ বাবর (রাজন) এটা আমার প্রথম সম্পাদিত পোস্ট এটি ফুল তার বাণিজ্যিক ব্যবহার  সম্পর্কে বাংলাদেশে প্রচুর ভাবে বাণিজ্যিক ফুলের উৎপাদন হচ্ছে। তার সাথে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ফুল আমদানি করতে হচ্ছে । আমদানি করা ফুলের মধ্যে কার্নেশন অন্যতম। আজকে আমি কার্নেশন সম্পর্কে আলোচনা করব

কার্নেশন

এটা লম্বা 80 মি ক্রমবর্ধমান একটি লতাপাতাসংক্রান্ত বহুবর্ষজীবী উদ্ভিদ  পাতাগুলো ষৎ ধূসর নীল সবুজ রং এর এবং পাতলা ও ১৫ সেমি দীর্ঘ  একসঙ্গে পাঁচটি ফুল অথবা একক ভাবে উত্পাদিত হয়তারা ৩-৫ সেমি ব্যাস, এবং sweetly scented প্রাকৃতিক ফুলের মূল রং উজ্জ্বল গোলাপি-রক্তবর্ণ, কিন্তু সাদা, লাল, হলুদ অন্যান্য রং, এর  ফুল ও হয়।

কার্নেশন প্রায়ই  বিশেষ অনুষ্ঠান  যেমন মাতৃদিবস এবং বিবাহ বার্ষিকীতে ব্যবহার  হয় 1907 সালে আনা জার্ভিস তার মাকে মাতৃদিবসে এ ফুল দেয়।এটা তার মায়ের প্রিয় ফুল ছিল, পরে এটা মাতৃদিবস এর প্রতীক হিসাবে ব্যবহার করতে বেছে নেওয়া হয়েছে ঐতিহ্য অনুসারে মে মাসের  দ্বিতীয় রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পালন করা হয় মাতৃদিবস। আনা জার্ভিস মাকে দেওয়ার জন্য সাদা কার্নেশন বেছে নিয়েছিল কারণ এটি মায়ের বিশুদ্ধ ভালোবাসার প্রতিনিধিত্ব করে এই অর্থ সময়ে সময়ে  বিবর্তিত হয়েছে

বিভিন্ন রং এর কার্নেশন আজকাল বিভিন্ন ভাষা প্রকাশ করে যেমন ;




লাল কার্নেশন – তীব্র প্রেম আবেগ প্রকাশ করে
সাদা কার্নেশন  - মিষ্টি এবং আনন্দদায়ক পবিত্র ও বিশুদ্ধ প্রেমকে প্রকাশ করে।
গোলাপী কার্নেশন - একটি মহিলার প্রেম বা  মা এর ভালোবাসা কে প্রকাশ করে

বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্নেশন উৎপাদিত হয় না এখনও আমরা আমদানি ভিত্তিক কার্নেশন উপর নির্ভর করে আছি কিন্তু কিছু মাস থেকে আমরা (nurakas flower valley a firm of nurakas agro industries bd) গদখালি, যশোর থেকে ইসমাইল হোসেন নামক একজন কৃষক ও গবেষক এবং বাংলাদেশ ফ্লাওয়া সোসাইটি এর সভাপতি  রহিমের দাদা  সাহায্যে বাংলাদেশে উত্পাদন করার চেষ্টা করছি
সুতরাং আপনারা সবাই  আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন এবং আমাদের সাথে সংযুক্ত করুন.